• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ধ র্ষি তা র সঙ্গেই ধ র্ষ কে র বিয়ের নির্দেশ

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৩
ধ র্ষি তা র সঙ্গেই ধ র্ষ কে র বিয়ের নির্দেশ

রাইজিংসিলেট- লালমনিরহাটের এক ধর্ষণ মামলার আসামি রকিব উজ্জামানের সঙ্গে ভিকটিমের বিবাহ পড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। এ মামলার পরবর্তী তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

লালমনির হাটের জেল সুপারকে আদেশের কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে বিবাহ দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ভিকটিমের বাবা শাহাবুদ্দিন সাবু তার মেয়েকে অপহরণ করার অভিযোগে অপহরণ ও নারী নির্যাতনে প্রধান আসামী রকিব উজ্জামানের রকিব বিরুদ্ধে মামলা করেন।

২০২২ সালে ৮ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। ভিকটিমকে উদ্ধার করা হয় ৯ এপ্রিল। ইতোমধ্যে সে ২০ সপ্তাহের গর্ভবতী হয়। তখন মেয়ের বয়স ১৭ বছর বলে দাবী জানান পরিবার। অপহরণের পর তারা দুজনে একত্রে বসবাস করে। বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়।

এমতাবস্থায় চলতি বছর আসামীকে জামিন দেন হাইকোর্ট। সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষ আবেদন করে। জামিন স্থগিত করে চেম্বার আদালত। এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এ সময়ের মধ্যে উভয় পক্ষ আপোস মিমাংসা করে বিবাহের শর্তে।

আজ আপিল বিভাগে উভয় পক্ষ উপস্থিত ছিলেন। এজাহারকারী সাবু ও আসামীর বড় ভাই উপস্থিত ছিলেন।  বাবা জানান মেয়ে আসামীর সঙ্গে সংসার করবে পুনরায় বিবাহ করবে। পরে আদালত এ আদেশ দেন।

আদালতে ভিকটিমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. অজি উল্লাহ।

৬৭ বার পড়া হয়েছে।