ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নগরভবন সবার জন্য উন্মুক্ত,আমার গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো হবে না মেয়র আনোয়ারুজ্জামান

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৫, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

নগরভবন সবার জন্য উন্মুক্ত,আমার গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো হবে না মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

 

শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরের সুবিদবাজার এলাকার একটি হলরুমে দৈনিক প্রভাতবেলার প্রীতি সম্মেলনে অনুষ্টিত হয়।

 

প্রীতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,নগরভবন সবার জন্য উন্মুক্ত। আমি জনগণের মেয়র। আমি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। সিলেট মহানগরকে অবশ্যই ক্লিন-গ্রিন থাকতে হবে। এই লক্ষ্যে আমি শিগগিরই সকল ব‍্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিব। এছাড়া সিলেট মহানগরে শব্দদূষণ রোধে আজ থেকে আমার গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো হবে না।

আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, সিলেট মহানগরকে প্রকৃত অর্থে গ্রিন-ক্লিন করে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। প্রয়োজনে আমার বিরুদ্ধে লিখবেন। আমি এটাকে চ্যালেঞ্জে হিসেবে গ্রহণ করব এবং অনুপ্রাণিত হব। তবে সাংবাদিকদেরকে অবশ্যই যাচাই-বাছাই করে এবং তথ্যবহুল নিউজ করতে হবে।

দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেলের সভাপতিত্বে ও ডেপুটি এডিটর মহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও আব্দুর রশিদ রেনু।

২৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।