raising sylhet
ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নগরীর উপশহর থেকে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

 নগরীর উপশহর থেকে অভিনব কায়দায় ফুলকলি ফুড প্রোডাক্টসের ১ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর ১২টার দিকে উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ফুলকলি ফুড প্রোডাক্টসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ জসীম উদ্দীন শাহপরাণ থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফুলকলির উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ঘটনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শাহপরাণ থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত কোন ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। লুন্ঠিত টাকাও উদ্ধার হয়নি।

Advertisements

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার ফুলকলির চন্ডিপুল শাখা হতে ১ লাখ ৩০ হাজার টাকা ও লালাবাজার শাখা হতে ৬০ হাজার টাকা সংগ্রহ করে খাদিম বিসিক শিল্পনগরীস্থ ফুলকলির অফিসে কোম্পানির কাভার্ড ভ্যানযোগে যাচ্ছিলেন চালক মো. আবু ছালেহ চৌধুরী।

শিবগঞ্জ যাওয়ার পর কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য স্থানীয় শিবলি মটরসে নিয়ে যান চালক। ওয়ার্কশপের কারিগরেরা কিছু যন্ত্রাংশ নিয়ে আসার কথা বললে চালক আবু ছালেহ চৌধুরী সোবহানীঘাট যান। সোবহানীঘাট থেকে যন্ত্রাংশ ক্রয় করে শিবগঞ্জ আসার জন্য হোটেল রোজভিউ এর সামনে থেকে একটি লোকাল সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি।

অটোরিকশাটি উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে আসার পর অটোরিকশায় থাকা ৩ ছিনতাইকারী তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

৩৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।