সিলেট নগরীর বাগবাড়ী নরসিংটিলা এলাকায় বিল্ডিং কোড অনুসরণ না করে বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন বিল্ডিংয়ের মালিক ডাঃ মোঃ নুরুল আফছর বদরুল।
গতকাল ২ আগষ্ট সকাল ১০:৪৫ মিনিটের সময় ডাঃ বদরুলের বিল্ডিং থেকে একটি ১০ ফুট লম্বা ৫ সুতা রড ছাদের উপর থেকে আচমকা মাটিতে পড়ে। এসময় রাস্তা দিয়ে দুটি বাচ্চা যাচ্ছিল অল্পের জন্য তারা বেঁচে যায়। এই বিল্ডিংয়ের পাশ দিয়ে একটি রাস্তা আছে। যাতে সব সময় মানুষ চলাচল করে।
এর আগে বিগত ২/৩ মাস বিল্ডিং থেকে কাঠের টুকরো, লোহার রড, প্লেইন সিট পড়ে পার্শ্ববর্তী বাসায়, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি শিশু।
অনেকবার অভিযোগ করলে ও কোন পাত্তা দেয়নি ডাঃ নুরুল আফছর বদরুল। উল্টো এলাকার বিভিন্ন প্রভাবশালী মহলের ভয় ভীতি দেখান বলে ও জানা যায়।
এব্যাপারে এলাকাবাসী সহ সচেতন মহল ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান ও সিলেট সিটি কর্পোরেশন কতৃকপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।