raising sylhet
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নগরে হরতালের সমর্থনে মিছিল থেকে গাড়ি ভা ঙ চু র

rising sylhet
rising sylhet
নভেম্বর ২০, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের সিলেট নগরে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) সকালে নগরের উপশহর পয়েন্টে হরতালের সমর্থনে কয়েকটি মোটরসাইকেলে মিছিল বের করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। যদিও পুলিশ বলছে কোনো ধরনের গাড়ি ভাঙচুর হয়েছে বলে তাদের জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উপশহর পয়েন্টে কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী কয়েক জন যুবক হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে একটি ট্রাক ও অটোরিকশা (সিএনজি) ভাঙচুর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

এছাড়া সিলেট নগরে অনেকটা ঢিলেঢালা হরতাল হচ্ছে। সকাল থেকে নগরে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বেড়েছে। অন্য দিনের মতোই অফিস-আদালত চলছে। চাকরিজীবীদের যথাসময়ে কর্মস্থলে পৌঁছাতে দেখা গেছে। স্কুল-কলেজও চলছে যথারীতি।

Advertisements

সরেজমিন দেখা গেছে, নগরের কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সুরমা মার্কেট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। খুলেছে দোকানপাট, বিপণি বিতানও। সেই সঙ্গে বিশৃঙ্খলা ঠেকাতে নগরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও সিলেট থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় দূরবর্তী গন্তব্যের লোকজন রেলপথকেই বেছে নিচ্ছেন।

সরকার পতনের একদফা দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে রোববার (১৯ নভেম্বর) শুরু হয় ৪৮ ঘণ্টার হরতাল।  হরতালের প্রথম দিনে পিকেটিংয়ের চেষ্টাকালে ছয় জনকে আটক করে পুলিশ।

২৬২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।