ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউড কুইন অপু বিশ্বাসের দিন দিন যেন বয়স কমছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিতই কাজ করছেন মডেলিংয়ে। যুক্ত রয়েছেন ব্যবসায়।

এতো ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবার বছরের প্রথম দিনেই নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।

ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, অসাধারণ মনোমুগ্ধকর লাগছে। অন্যজন লেখেন, মাশআল্লাহ। আবার কেউ কেউ বলছেন, দিন দিন পুরোনো লুকে ফিরছেন অপু।

ওই ছবিগুলোতে দেখা যায়, অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। উচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।

৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।