raising sylhet
ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

নদীতে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আ ট ক

rising sylhet
rising sylhet
মার্চ ৫, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলেদের কাছ থেকে প্রায় আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে মজুচৌধুরীর হাট নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌপুলিশের ইনচার্জ আবু তাহের মিয়া বলেন, মৎস্য প্রশাসন ও মজুচৌধুরীর হাট নৌপুলিশের যৌথ অভিযানে গত সোমবার (৪ মার্চ) রাতে মেঘনা নদীতে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জরিমানা করা হয়। এছাড়া জেলেদের কাছ থেকে জব্দকৃত প্রায় আড়াই হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এদিন সকালে মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের জরিমানা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

তিনি জানান, জাটকা ও ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ।

১০৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।