শিক্ষা ও আর্তমানবতা সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন নবদূত সামাজিক ফোরামের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টায় সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ বৈঠকের আয়োজন করা হয়।
বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদূত সামাজিক ফোরামের উপদেষ্টা আলহাজ্ব দিলওয়ার হোসাইন, রাজারগাঁ টাইটেল মাদ্রাসার মুহতামীম মাওলানা আবুল খায়ের।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মাওলানা খলিল আহমদকে প্রধান উপদেষ্টা মনোনীত করে নবদূত ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক মুফতি মাওলানা মুফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আ খ ম লোকমান ও ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন, সদস্য সচিব মাওলানা কে এম রফিকুজ্জামান, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ জামাল উদ্দীন, সদস্য সচিব মুহাম্মদ নাসিমুর রিয়াজ, অর্থ সচিব ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সদস্য হাফিজ মুক্তাবিসুন নূর ও মাওলানা রইস উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল খালিক, মুহাদ্দিস মাওলানা আব্দুল মুক্বিত, মাওলানা নিজাম উদ্দিন, জে কে ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান মুহাম্মদ আব্দুল ওয়াদুদ আল মামুন, মিডিয়া ব্যাক্তিত্ব সাইফুল ইসলাম, ডাক্তার এনামুল হক এনাম।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি