
রাইজিংসিলেট- নবীগঞ্জে দুই পক্ষের উত্তেজনায় একজন আর নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার (৭ জুলাই) বিকেলে বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সোমবার বিকেলে নবীগঞ্জ শহরের গাজীরটেক পয়েন্ট এলাকায় দুপক্ষের মধ্যে হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন স্থানে অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অন্তত ৫০টির মতো দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, ১৪৪ ধারা জারি থাকার পরও অনেক মানুষ জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।