ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে দুই পক্ষের উত্তেজনায় একজন আর নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে

rising sylhet
rising sylhet
জুলাই ৮, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নবীগঞ্জে দুই পক্ষের উত্তেজনায় একজন আর নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার (৭ জুলাই) বিকেলে বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সোমবার বিকেলে নবীগঞ্জ শহরের গাজীরটেক পয়েন্ট এলাকায় দুপক্ষের মধ্যে হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন স্থানে অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে অন্তত ৫০টির মতো দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, ১৪৪ ধারা জারি থাকার পরও অনেক মানুষ জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।