ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সং ঘ র্ষে একজন নিহত, সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মা ম লা

rising sylhet
rising sylhet
জুলাই ১২, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নবীগঞ্জে সং ঘ র্ষে একজন নিহত, সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মা ম লা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সংঘর্ষে ফারুক মিয়া (৪০) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এই ঘটনায় সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন, যেখানে অজ্ঞাত আরও দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক আশাহীদ আলী আশা, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মিঠু, আলাল মিয়া, জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, সফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জল মিয়া, সাকিব মিয়া ও আরও অনেকেই।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়াকে সৌদি আরবে পাঠানোর কথা বলে এক লাখ টাকা নেন। নির্ধারিত সময়ে বিদেশ পাঠাতে না পারায় খসরু মিয়া টাকা ফেরতের জন্য একাধিকবার দাবি করেন। তার সঙ্গে ফারুক মিয়াও ছিলেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৩ জুলাই বিকেলে নবীগঞ্জ শহরের লতিফ মার্কেট এলাকায় পাওনা টাকা চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটির মাধ্যমে। এর জের ধরে ৭ জুলাই দুপুরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হন অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া এবং আহত হন আরও অনেকে।

ঘটনার সাত দিন পর, ১২ জুলাই নিহতের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।