গোয়াইনঘাট থানার নলজুরী পুলিশ ফাঁড়ির অভিযানে ৬২০ (ছয়শত বিশ) পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ দু্ই মাধক কারবারী আটক ।
বুধবার (১২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ৩নং পূর্ব জাফলং ইউপির অন্তর্গত নলজুরী সরকারী আশ্রয় কেন্দ্রের সামন থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন, হরিপুর বাজার মুছা মিয়ার পুত্র জহির উদ্দিন (৫৫) ও নলজুরী এলাকার মৃত রজব আলীর পুত্র সাহাব উদ্দিন (৫৫) ।
এ বিষয়ে নলজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) ওবায়দুল্লাহ বলেন,আমিসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোয়াইনঘাট খানাধীন ৩নং পূর্ব জাফলং ইউপি এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন নলজুরী বাজার এলাকায় অবস্থানকালে রাত অনুমান ০৩.২৫ ঘটিকায় জানিতে পারি যে, গোয়াইনঘাট থানাধীন ৩নং পূর্ব জাফলং ইউপির অন্তর্গত নলজুরী সরকারী আশ্রয়ন প্রকল্পে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচা-কেনা করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ রওয়ানা হই। আমাদের উপস্থিতি টের পেয়ে দুজন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আমরা তাহাদের আটক করে জিজ্ঞাসাবাদ করি ।দুই আসামীর দেহ তল্লাশি করে লুঙ্গীর ভাঁজ হইতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর করা হয়েছে ।