raising sylhet
ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নাগরিক ঐক্য সিলেট জেলা ও মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল এই সরকার লুটেরা সরকার: এড. মোহাম্মদ সালমান উদ্দিন

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৫, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক ঐক্য সিলেট জেলা কমিটির সদস্য সচিব, সিলেট জেলা বারের যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ সালমান উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের অব্যাহত দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে মাহে রমজানেও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়নি। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এই সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে এই লুটেরা সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
তিনি শনিবার (১৫ এপ্রিল) বিকালে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে নাগরিক ঐক্য সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জনগণের সরকার গঠনের লক্ষ্যে নাগরিক ঐক্যের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মহানগর শাখার সিনিয়র সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, মহানগর শাখার সদস্য আনোয়ার আহমদ সুহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর শাখার আহ্বায়ক ফারুক আহমদ, সিনিয়র সদস্য ওসমান কামালী, সদস্য নুরুল ইসলাম সুহেল, সুলতান আহমদ, জামাল আহমদ, আখতার হোসেন প্রমূখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবুল কালাম। মোনাজাত পরিচালনা করেন তাতীপাড়া জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি

৮৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।