ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের অবিরাম নৃশংস গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল ও সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি সফর আলী, সাবেক মেম্বার জিলা মিয়া, সালিশি ব্যক্তিত্ব জয়নুল হক আলম, দারুল কুরআন মাদরাসার শিক্ষক মাওলানা মকসুদ হাসান, মৌলভী আব্দুস সামাদ, কুতুবপুর জামে মসজিদের মুতাওয়াল্লি জিতু মিয়া, ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান আকিক, প্রচার-প্রকাশনা সম্পাদক মো. মামুন আহমদ ও মাওলানা ইছমত আলীসহ বৃহত্তর নাজিরবাজার এলাকার কয়েক শ মুসল্লি।
নামাজের পরপরই অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল নাজিরবাজারের দুপাশে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় এক কিলোমিটার প্রদক্ষিণ করে। পরে বাজারে অনুষ্ঠিত হয় সভা। এতে সভাপতিত্ব করেন ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’র সভাপতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান শায়েস্তা।
সাংবাদিক মো. রেজাউল হক ডালিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাজিবরাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান নূর, পরিবহন শ্রমিক নেতা বাবরু মিয়া, ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’র সহসভাপতি হাফিজ মাওলানা হাফিজুর রহমান, ইউপি সদস্য নাজিম উদ্দিন রাহিন ও দারুল কুরআন মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারি আবু ফয়সল।
কর্মসূচি সফলে সার্বিক সহযোগিতায় ছিলেন দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার-এর ছাত্র হাফিজ মো. ছালিম আহমদ ও ইমরান আহমদ।