ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নাটক ‘আশিকি’ দেখে কী বলছেন দর্শকেরা

rising sylhet
rising sylhet
জুন ১১, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- মুক্তির পরপরই রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির একক নাটক ‘আশিকি’।

পবিত্র ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর গত রোববার সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি তোলা হয়।

এক দিনের ব্যবধানে ৬৩ লাখের বেশিবার নাটকটি দেখা হয়েছে। ইউটিউবে প্রায় সাড়ে ৯ হাজারের মতো মন্তব্য এসেছে। বেশির ভাগ মন্তব্যে নাটকটির প্রশংসা করা হয়েছে।

মুক্তির আগে নাটকটি নিয়ে অনেকে ট্রল করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ‘আমার মজমাখানা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘অনেকে নাটকটা নিয়ে ট্রল করেছেন, আসলে নাটকের প্লট অনুসারে এমন অভিনয়ই দরকার ছিল। সিনেমা সিনেমা ফিল পেলাম, গল্পটা বেশ ভালো সাথে অভিনয়, কস্টিউম, মেকআপ, মিউজিক দুর্দান্ত। নীহাকে কী মিষ্টি লাগল, অভিনয়ও ভালো করেছে। সব মিলিয়ে ঈদের সেরা একটা নাটক।’

বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘নাউ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে আছে ‘আশিকি’, এটি নাটকের মধ্যে শীর্ষে রয়েছে। তালিকার শীর্ষ ১০–এ ‘আশিকি’ ছাড়া আর কোনো নাটক নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।