নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে সিরিজ খেলতে যাচ্ছেন তারা। এ জন্য নতুন ব্যাটিং কোচও নিয়োগ দেওয়া হয়। তবে নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে এই দায়িত্ব গ্রহণের কথা থাকলেও, সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। পারিবারিক কারণেই তিনি আসন্ন সিরিজে না থাকার কথা জানিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ইউসুফ তার কন্যার অসুস্থতার বিষয়টি জানিয়ে সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। তবে তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচ হিসেবে কে দায়িত্ব নিবেন, সেটি এখনও জানানো হয়নি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে। নতুন অধিনায়ক সালমান আঘার নেতৃত্বে এই ফরম্যাটে মাঠে নামবে পাকিস্তান। এ ছাড়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।
উল্লেখ্য, সবশেষ ২০২৪ সালের এপ্রিলে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওই সময় অবশ্য পাকিস্তানে অতিথি হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ২-২ সমতা নিয়ে শেষ হয় সিরিজ।