raising sylhet
ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা

rising sylhet
rising sylhet
জুলাই ১৭, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় চাষাঢ়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা । এদিকে রেললাইনের দুইপাশ বন্ধ রেখে সড়ক অবরোধও করেছে শিক্ষার্থীরা।

Advertisements

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাজা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে তারা স্টেশনে এসে জড়ো হয়। তাদের বাধায় ট্রেন চলাচল দুপুর ১২টা ২০ মিনিটে যেটি ঢাকা থেকে এসেছিল সেটি আটকে যায়। বিকেল ৪ টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।