• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নারী উদ্যোক্তাদের নিয়ে অনট্রাপ্রেনিওরস ক্লাব ওমেনস মিট ২০২৩ অনুষ্ঠিত

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ১৩ই মার্চ রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল ‘ অনট্রাপ্রেনিওরস ক্লাব ওমেনস মিট’২০২৩।

এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”।

তাই উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ নারী দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করে।

সেখানে নারী দিবসের আনন্দ উদযাপনের জন্য ছিলো কেক কাটা ও মজাদার বিভিন্ন খাবার। অনট্রাপ্রেনিওরস ক্লাবের নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহন ও আনন্দ উদযাপনে এই আয়োজন সার্থকভাবে সমাপ্ত হয়।

এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহরিয়ার খান ও অনট্রাপ্রেনিওরস ক্লাবের ওমেন্স ফোরাম এর সাবেক চেয়ারম্যান লাবনী আহমেদ । শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন ডেভেলপমেন্ট ও টেকনোলজিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আবুল হাসেম .এবং সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের কনভেনার ও ইসি সদস্য লাকী আমান।

এই আয়োজনে স্পন্সর হিসেবে পাশে ছিলো ইন্টেরিয়র ষ্টুডিও, নেক্সক্রাফট লিমিটেড, লাকিস কালেকশান, নাশওয়ান ফ্যাশন, এ আর বি গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস এবং লামিয়া প্রিন্টিং।

১৯ বার পড়া হয়েছে।