raising sylhet
ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে নৌবাহিনীর জাহাজ ডুবি, ৭৫ জন উদ্ধার  

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- নিউজিল্যান্ডে নৌবাহিনীর জাহাজ ডুবি, ৭৫ জন উদ্ধার। নিউজিল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। তবে এর ৭৫ জন ক্রু এবং যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী রোববার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে দেশটির প্রতিরক্ষা বাহনীর কমপোনটেন্ট কমান্ডার কমোডর শেন আর্নড্রেল বলেন, নৌবাহিনীর বিশেষজ্ঞ হাইড্রোগ্রাফিক জাহাজটি শনিবার রাতে উপলুর দক্ষিণাঞ্চলীয় উপকূলে জরিপ চালানোর সময় ডুবে যায়।

তিনি আরও বলেন, পরবর্তী আরেকটি জাহাজ গিয়ে ওই জাহাজ থেকে ক্রু এবং যাত্রীদের উদ্ধার করে। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে সে ব্যাপারে কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।

জাহাজটি স্থানীয় সময় সকাল ৯টায় ডুবে যায় এবং দ্রুতই এটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। এ ঘটনায় পরিবেশের ক্ষতি ঠেকাতে ইতোমধ্যে কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন।

দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল গ্রেন গোল্ডিং বলেন, জাহাজ ডুবির ঘটনায় উদ্ধারকৃত ক্রু এবং যাত্রী নিউজিল্যান্ডে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে অনেকে সামান্য আহত হয়েছেন।

৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।