• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিখোঁজ স্বামীর সন্ধানে ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন বৃদ্ধা স্ত্রী

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২৩
নিখোঁজ স্বামীর সন্ধানে ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন বৃদ্ধা স্ত্রী

রাইজিংসিলেট- নিখোঁজ স্বামীর সন্ধানে ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন বৃদ্ধা স্ত্রী। ৯ মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সোহরাব হোসেন (৭৫)। বাকপ্রতিবন্ধী এই বৃদ্ধ স্বামীকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন স্ত্রী ও স্বজনেরা। এ ঘটনায় গেল বছরের পহেলা নভেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী হাসিনা খাতুন। সোহরাব হোসেনের বাসা যশোর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের শংকরপুরের বাসিন্দা।

প্রতিবন্ধী হয়েও দীর্ঘদিন যশোর পোস্ট অফিসে পিয়নের পদে কাজ করেছেন তিনি। পিয়নের কাজ করে ৫ সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনো রকম দিনাতিপাত করেছেন। গেল কয়েক বছর আগে অবসরে যাওয়ার পরে আরও অসুস্থ হয়ে যান তিনি। হারিয়ে যাওয়ার স্বামীর কয়েকটি ছবি ও জিডির কপি নিয়ে সংবাদকর্মীদের কাছে আসেন তিনি। উদ্দেশ্য নিখোঁজ স্বামীর একটা সংবাদ ছাপিয়ে তাকে ফিরে  পাওয়ার।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, প্রতিবন্ধী হয়েও ৫ সন্তানরে মানুষ করেছেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন যশোর শহরের প্রধান ডাকঘরে। সম্প্রতি অসুস্থ হলে তিনি অবসরে চলে যান। গেল বছরের ২৮ অক্টোবর সকালে শংকরপুর বাসা হতে রেল স্টেশনে যানবাহনে যাতায়াতের সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর সম্ভব্য আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। শুধু যশোর শহর না আশপাশের জেলা শহরেও তাকে খোঁজা হয়েছে; দেয়ালে মারা হয়েছে নিখোঁজ পোস্টার। এখনও তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অনেক পুরনো ঘটনা। যেহেতু থানায় জিডি হয়েছে পুলিশ বিষয়টি দেখছে।

৩৮ বার পড়া হয়েছে।