রাইজিংসিলেট- আগমী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের নোয়াখালীর বিভিন্ন আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার সময় বলেন, নোয়াখালী-৫, আমি নিজেই। এসময় স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।
জাতীয় সংসদের ২৭২ নম্বর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনে দলের একক প্রার্থী ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি একাই দল থেকে আসনটি থেকে মনোনয়নপত্র জমা দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০টির মধ্যে ২৯৮টি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাকি দুইটি আসনের মনোনীত প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।