ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের সাজানো নাটকে নিজেই আ ট ক

rising sylhet
rising sylhet
মার্চ ২৯, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজেই নিজের অপহরণ নাটক সাজানোর পর রাকিবুল হাসান লিজন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ২১ মার্চ (শুক্রবার) দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের কাজী তারেকের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ ।

 

 

রাকিবুল হাসান লিজন রংপুর জেলার মিঠাপুকুর থানার জোতবানা গ্রামের মিরাজুল ইসলামের ছেলে।

 

 

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মূলত টাকাপয়সা না থাকায় এবং ঋণগ্রস্থ থাকায় নিজেই নিজের অপহরণ নাটক সাজিয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে লিজন।

 

 

জানা যায়, অপহরণের সংবাদ শুনে তার খোঁজে রংপুর থেকে সিলেটের দক্ষিণ সুরমায় আসেন লিজনের পিতা মিরাজুল । তিনি অনেক খোঁজাখুঁজি করেও লিজানের খোঁজ না পেয়ে গত ১৯ মার্চ দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করেন, যার নং-৮৭৮। ডিজি এন্ট্রি’র পর অভিযানে নামেন দক্ষিণ সুরমার এসআই মোহাম্মদ আমির হোসেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এক পর্যায়ে লিজেনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সন্ধ্যার দিকে রাকিবুল হাসান লিজনের ব্যবহৃত মোবাইল নাম্বার হতে তার বাবা, স্ত্রী ও বড় বোনকে ফোন দিয়ে জানানো হয় লিজনকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তাকে সিলেটের দক্ষিণ সুরমায় রাখা হয়েছে এবং মুক্তিপণ বাবদ ২ লক্ষ টাকা বিকাশ অথবা নগদ করতে হবে। অন্যথায় রাকিবুলকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে। পরবর্তীতে উক্ত নাম্বার থেকে কয়েকবার অপহরণের মুক্তিপণ দাবির পর মোবাইল ফোন বন্ধ রাখা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।