রাইজিংসিলেট- নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর,রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘটে এ ঘটনা। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ে। এ সময় ঘরে ঘুমে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশু মুসা যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানিপাড়ার শফিকুল ইসলামের ছেলে। বয়স ১০ বছর। ঘটনার সময় মুসার মাসহ পরিবারের আরও তিনজন বাড়ির পাশে শিশুদের পিকনিকের আয়োজন দেখতে গিয়ে বেঁচে যান বলে জানান প্রতিবেশীরা।
স্থানীয়রা জানান, শিমুল গাছ বোঝাই ট্রাকটি সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম শহরে আসার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে শফিকুলের ঘরের ওপর উঠে ঘুমন্ত শিশু মুসাকে চাপা দেয়। তাৎক্ষণিক মুসাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, আশপাশের সবাই মিলে পিকনিকের আয়োজন করছিল। এ সময় গাছ বোঝাই ট্রাক বাড়ির ওপর ওঠে যায়। শিশুটি ঘুমে ছিল, ওকে চাপা দিয়েছে ট্রাকটি। বাড়ির অন্য লোকজন বাইরে ছিল। আল্লাহ তাদের বাঁচিয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল থেকে ট্রাকটি তোলার ব্যবস্থা করা হচ্ছে।