রাইজিং প্রবাস :: নিয়াজ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।প্রসপেক্ট পার্ক সিটির নতুন কাউন্সিলর হলেন সিলেটের নিয়াজ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন হলেন নিয়াজ মোহাম্মদ নাদিম ।নিয়াজ নাদিমের বাড়ি সিলেট শহরের শ্যামলি আবাসিক এলাকায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাঙ্গালী কমিউনিটিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদিন ভোট দেন। পরে ভোট শেষে ফলাফল ঘোষনা করা হয়, এতে নিয়াজ মোহাম্মদ নাদিম বিপুল ভোটে জয়লাভ করেন।
নিয়াজ নাদিম ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে কাউন্সিলর নির্বাচনে অংশ নেন। তিনি প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার হিসেবে দায়ীত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে বাংলাদেশীদের সুনাম দিন দিন বাড়ছে।
সেখানে বাঙ্গালীরা বিভিন্ন প্রতিষ্টান তৈরীর পাশাপাশি রজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে এগিয়ে রয়েছেন।
ছোট এই সিটির প্রায় অধিকাংশই বাঙ্গালী। এই সিটিতে এর আগেও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন মৌলভীবাজারে মোহাম্মাদ আবুল হোসেন সুরমান। এবার নির্বাচিত হলেন নিয়াজ। নিয়াজ প্রসপেক্ট পার্ক সিটিতেতে বসবাসকারি বাঙ্গালীদের বিভিন্ন সামাজিক ও পারবারিক অনুষ্টানে নিজেকে জড়িত রাখেন তিনি ওকানকার বেশ কিছু সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।