• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

risingsylhet.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ও ভুক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যরা নিরাপদ থাকতে ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য রাখেন- নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন, নিরাপদ খাদ্য অধিদপ্তরের মৌলভীবাজারের প্রতিনিধি সৌরভ রায়, রাজনগর টেকনিক্যাল কলেজের ইন্সট্রাক্টর শিপন মিয়া, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, মুন্সিবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদ, রোজিনা এগ্রোফার্মের পরিচালক নানু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে ভেজালের কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। শিশুরা দ্রুত রোগাক্রান্ত হচ্ছে। বিভিন্ন শাকসবজিতে পরিমানের চেয়ে অধিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে। কিছু কীটনাশক ৩-৪ থেকে ১৫ দিন এমনকি দীর্ঘদিনও এর প্রভাব থেকে যায়। তাই নিরাপদ খাদ্যের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে।

৬০ বার পড়া হয়েছে।