ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

রোববার (১৫ ডিসেম্বর) ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে । ওইদিন নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব বলেন, হজের নিবন্ধন যাতে শেষ সময়ে আটকে না যায়- সেজন্য আমরা এ চিঠি দিয়েছি।

চিঠিতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্তে ওইদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন।যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

আগামী বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শুক্রবার দুপুর পর্যন্ত হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৫১ হাজার ২৯০ জন।

তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক।

৯৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।