
রাইজিংসিলেট- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আলাদাভাবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি বলেন, রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
তিনি জানান, আগামী ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে। সিইসি আরও বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও অনেকটাই উন্নতি হয়েছে এবং নির্বাচনের আগে তা আরও ভালো হবে।
তার মতে, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সহায়তা করবে। তিনি আশা প্রকাশ করেন যে, জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।