ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে বিএনপির অনেকে প্রার্থী হওয়ায় খুশি পররাষ্ট্রমন্ত্রী

rising sylhet
rising sylhet
এপ্রিল ২২, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এক তৃতীয়াংশ কাউন্সিলর প্রার্থী হওয়ায় তিনি আনন্দিত বলে জানিয়েছেন,সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

। বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন এটা খুশির বিষয়।

শনিবার (২২ এপ্রিল) সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহেঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি কাউন্সিলর পদে চার’শর মতো প্রার্থী নির্বাচন করবেন। এটি সুখের বিষয়, অতি উৎসাহের। আমি আরও শুনেছি, এসব প্রার্থীদের এক তৃতীয়াংশ বিএনপির লোক। আমি আনন্দিত কারণ বিএনপি প্রায়ই বলে, তারা এই কমিশনের অধীনে কোন নির্বাচন করবে না।

এসময় তিনি বলেন, আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। তার কাছে যে লোক যায়, তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আশা করি নগরবাসীর আশা পূরণ করবেন।

৯৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।