
রাইজিংসিলেট- আগামী জাতীয় নির্বাচনে কোনোভাবেই যেন বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়া হয়—এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। কমিশন চাইলে এমন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে, যা আন্তর্জাতিকভাবে উদাহরণ হয়ে দাঁড়াবে।
ড. মঈন খান আরও বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর দায় শুধুমাত্র ইসির নয়, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দায়ী। তাই এবার নির্বাচন কমিশনকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন বিতর্কিত ব্যক্তিরা কোনোভাবেই নির্বাচনের কাজে যুক্ত না হতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখবে। বিএনপি মনে করে, ইসির নিরপেক্ষ অবস্থানই ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে।
বিএনপি প্রতিনিধি দল আরও জানায়, পূর্বের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বাদ দেওয়ার পক্ষে তারা নয়, বরং সবাইকে নিরপেক্ষভাবে কাজের সুযোগ দিতে হবে। দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।