
রাইজিংসিলেট- নির্বাচন ব্যবস্থার ব্যর্থতায় একক দায়বদ্ধতা আরোপ অগ্রহণযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নয়, দায়িত্ব ইসি ও রাজনৈতিক দলগুলোরও: স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ ও প্রস্তুতির বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ রয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, একটি সুষ্ঠু নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসনের উপর নির্ভর করে না। নির্বাচন কমিশন (ইসি) ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। প্রশাসনের প্রস্তুতি যথাযথ রয়েছে এবং সার্বিক পরিবেশও নির্বাচন উপযোগী আছে বলে তিনি মনে করেন।
সম্প্রতি বিভিন্ন জায়গায় সংঘটিত ‘মব সন্ত্রাস’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ফরিদপুরসহ যেসব স্থানে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন করেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। মালয়েশিয়ায় আটক হওয়া তিন বাংলাদেশি জঙ্গি নন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।
দিনভর কর্মসূচির অংশ হিসেবে তিনি শাহজালালের কার্গো ভিলেজ, উত্তরা পূর্ব থানা এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।