রাইজিংসিলেট- নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।