
রাইজিংসিলেট- নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে সরকার। সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন। তাঁর বক্তব্য প্রকাশের পর কিছু গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সরকারি বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ হবে— এমন ধারণা সঠিক নয়। এসব কাজ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত চলবে। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকও পূর্বের মতোই অনুষ্ঠিত হবে।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে বিএনপি এই সরকারকে তত্ত্বাবধায়ক ধাঁচে পুনর্গঠনের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, মাহফুজ আলম ওই অনুষ্ঠানে বলেন, “আমাদের হাতে সময় এখন সীমিত। যেসব সিদ্ধান্ত নিতে হবে, তা কেবল মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমেই নেওয়া সম্ভব। নভেম্বরের পর আর ক্যাবিনেট বৈঠক বসবে না, কারণ তখন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করবে।”
গণমাধ্যমে তাঁর বক্তব্য প্রকাশের পর যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতে সরকার এ স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করে।