নির্যাতনের শিকার সৌদি আরব থেকে দেশে ফিরেছেন রাবিয়া,পরিবারের জরুরী সন্ধান চাই।
নির্যাতনের শিকার হয়ে মানসিক অসুস্থ হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দী সদরাবাদ গ্রামের রাবিয়া খাতুন (৩৮)। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় দেশে ফিরে।
ব্র্যাক সূত্রে জানা যায়, বুধবার সৌদি আরব থেকে দেশে ফিরে রাত থেকে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে রাবিয়াকে ক্যানপিতে লক্ষ্যহীন চলাফেরা করতে দেখে এপিবিএন সদস্যরা তাদের অফিসে নিয়ে যান। কিন্তু তার কাছে পরিবারের কারো মোবাইল নাম্বার বা কোন তথ্য না থাকার কারণে পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তরের জন্য এপিবিএন সদস্যরা তাকে পাঠান ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। রাবিয়া এখন ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে আছেন।
তিনি মানসিকভাবে অসুস্থ কিন্তু তার কাছে পরিবারের কোনা নাম্বার বা তথ্য নেই। তাই বাড়ি ফিরতে তার পরিবারের সন্ধান প্রয়োজন। রাবিয়া বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে আছেন।
ট্রাভেল পাস অনুযায়ী রাবিয়া খাতুনের বয়স ৩৮। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দী সদরাবাদ গ্রামের নবির হোসেনের মেয়ে। রাবিয়াকে ২০২২ সালে রিক্রুটিং এজেন্সি দ্যা ইফতি ওভারাসীজ (আর.এল-৮৯৪) সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠানো হয়।
এ ব্যাপারে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার মো. আল আমিন নয়ন বলেন, রাবিয়া আমাদের বলেছেন তিনি সৌদিতে নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি মানসিকভাবে অসুস্থ আছেন। তাই তাকে একা বাড়ি পাঠাতে পারছি না। কিন্তু পরিবারের কারো যোগাযোগ নাম্বারও তার কাছে নেই। পরিবারের কোনো তথ্যও সঠিকভাবে দিতে পারছেন না। তাই তার পরিবারের সন্ধান প্রয়োজন। তিনি বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে আমাদের তত্ত্বাবধানে আছেন। রাবিয়ার পরিবারকে কেউ খুঁজে পেলে 01712197854 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।