raising sylhet
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নেটওয়ার্ক বিড়ম্বনা, সমাধানের আশ্বাস টেলিযোগাযোগমন্ত্রীর

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৪, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন মোবাইল কোম্পানীর গ্রাহকরা নেটওয়ার্ক সংক্রান্ত বিড়ম্বনায় ভোগছেন। এ সমস্যা থেকে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট লিখিত আবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জুড়ীর কৃতি সন্তান এস. এম জাকির হোসাইন।

বৃহস্পতিবার টেলিযোগাযোগমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তিনি আবেদন জমা দেন। এবিষয়ে টেলিযোগাযোগমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ১০নং কাশেম নগর, নিউ সমনভাগ চা বাগান, মোকাম, পাথারিয়া খাসিয়া পুঞ্জি, সুজানগর ইউনিয়নের বড়থল, দাসেরবাজার ইউনিয়নের গুলোয়া, তালিমপুর ইউনিয়নের বড় ময়দান, উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল, আয়েশাবাগ চা বাগান, পাল্লাতল চা বাগান এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল এবং জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি, দূর্গাপুর, বিনন্দপুর, উত্তর কালাছড়া, সোনারূপা, বেলবাড়ী, হায়াছড়া, গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া, কুচাই, লাঠিটিলা, কচুরগুল, নালাপুঞ্জি, ডোমাবাড়ী, রূপাছড়া, লালছড়া, শিলুয়া চা বাগান, রত্না চা বাগান, এলাপুর, জালালপুর, জায়ফরনগর ইউনিয়নের কালিনগর, বাহাদুরপুর, ফুলতলা ইউনিয়নের রহিমপুর, চুঙ্গাবাড়ী, রাজকি চা বাগান, বটুলী, পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল, খাগটেখা, পশ্চিম বাছিরপুর, সাগরনাল ইউনিয়নের ভরাডহর, বরইতলী ও কাপনাপাহাড় চা বাগানসহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্কের বিড়ম্বনায় ভোগছে গ্রাহকগণ।

Advertisements

ভুক্তভোগী গ্রাহকরা জানান, উক্ত এলাকার প্রবাসীদের সাথে বাড়ীতে থাকা আত্মীয়রা যোগাযোগ করতে সমস্যা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বয়েজ কলে কথা বলা যায় না। বার বার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যায় ভোগছেন গ্রাহকরা। বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ার তুলে নেয়া হয়। বিদ্যুৎ চলে গেলে মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। এবিষয়ে বিভিন্ন দপ্তরে বার বার অভিযোগ দিয়েও কোন সুরাহা হয় নি।

এ সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকাবসীর পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ ও মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজের কাছে লিখিত আবেদন প্রদান করেন।

৮৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।