raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নৌকার টানে এয়ারপোর্টের বাইশটিলায়

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১২, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- নৌকার টানে এয়ারপোর্টের বাইশটিলায়। সিলেট শহরতলির সবুজ-শ্যামল বাইশটিলা গ্রাম। পাশেই উফতা বিল আর বাওড়কান্দি হাওর। গ্রামের নাক–বরাবর বয়ে গেছে চেঙ্গেরখাল নদী। ভরা বর্ষায় নদী, বিল ও হাওর পানিতে টইটম্বুর থাকে। তখন এখানে নৌকা ভাসিয়ে মনের আনন্দে শহুরে মানুষ প্রকৃতির বুকে হারান।

দিনপঞ্জির হিসাবে বর্ষাকাল আরও আগে বিদায় নিয়েছে। তবু খাল–বিল, হাওর–বাঁওড় এখনো পানিতে টইটম্বুর। নৌকা ভ্রমণে ছুটে আসছেন মানুষ। এসব দর্শনার্থীকে নিয়ে নৌকার মাঝিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ান। রংবেরঙের ঝালর-আচ্ছাদিত নৌকা পানিতে ভেসে চলার অপূর্ব দৃশ্য দেখতেও অনেকে জড়ো হচ্ছেন বিল, হাওর ও নদীর পাড়ে।

বাইশটিল্লায় বর্ষার কারণে বিল ও হাওরের পানি সেখানে মিলেমিশে একাকার। একইভাবে নদীও মিশেছে হাওরের সঙ্গে। মাঝিদের সঙ্গে দরদাম করে নৌকায় চেপে বসছেন মানুষজন।

একাধিক দর্শনার্থী আর মাঝির সঙ্গে আলাপ করে জানা গেল, ছুটির দিনে বিশেষত শুক্র ও শনিবার বিপুলসংখ্যক মানুষ আসেন এখানে। ওই দুই দিন একেকটা নৌকাকে ঘণ্টাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়। অবশ্য দরদাম করে কিছুটা কমানোও যায়। অন্যান্য দিন আরও কমে নৌকা পাওয়া যায়। নৌকায় সর্বোচ্চ ৮-১০ জন বসা যায়। দল বেঁধে আসা মানুষ কিংবা পরিবারের সদস্যরা কেবল নিজেদের জন্যই নৌকা ভাড়ায় নেন।

নৌভ্রমণের পাশাপাশি পাড়ে বসে মুখরোচক নানা খাবারও খাওয়া যায়। অনেকে নৌকায় না চড়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উন্মুক্ত স্থানে বসে খাওয়াদাওয়া আর আড্ডার জন্যও এখানে আসেন। দোকানিরা জানান, ঠান্ডা পানীয়, চা-কফির পাশাপাশি চটপটি, ফুচকা, শিঙাড়া, পেঁয়াজু, ছোলা, চপ, বার্গার, ঝালমুড়ি, আমড়া, আচারসহ নানা ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় এখানে। প্রতি প্লেট চটপটি ৩০-৪০ টাকা এবং ফুচকা ৫০-৬০ টাকায় পাওয়া যায়। প্রতিটি শিঙাড়া ৭ টাকা এবং চপ ও পেঁয়াজু ৫ টাকায় পাওয়া যায়।

৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।