• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নৌকা পেয়ে যা বললেন আনোয়ারুজ্জামান চৌধুরী

risingsylhet.com
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩

রাইজিংসিলেট- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে দলের বৈঠকে সিদ্ধান্ত আসার পর পর তিনি তার এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের  বলেন। আধ্যাত্মিক ও পর্যটন নগরী এই সিলেটের পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান করে আগামীতে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে ও বর্তমান নগর পিতার মতামত দিয়ে একটি আইডল নগরী গড়ে তুলবো।

একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তাদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

এদিকে তাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে ধন্যবাদ জানান তিনি। একইসাথে ধন্যবাদ জানান দলের প্রতিটি নেতা-কর্মীদের।

২০ বার পড়া হয়েছে।