রাইজিংসিলেট- মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী জামাল মেম্বার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই কিশোরীর নাম প্রমি আকতার (১৭)। জামাল মেম্বার বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে। চট্টগ্রামের চন্দনাইশে ঈদের কেনা-কাটার সময় পছন্দের জুতা কিনে না দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ১০ এপ্রিল মা-বাবার সঙ্গে শপিংয়ের গিয়েছিল প্রমি। তখন পছন্দমতো জুতা কিনতে পারেনি সে। এ নিয়ে মা-বাবার ওপর অভিমান ছিল তার। ১১ এপ্রিল তার মাকে নিয়ে বাবা রফিকুল ইসলাম ডাক্তারের কাছে যায়। কিন্তু সে মনে করেছিল, তাকে রেখে মা-বাবা আবারও শপিংয়ে গেছেন এবং তার পছন্দের জুতা কিনে দেবেন না। মা-বাবা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। হয়তো অভিমান করেই সে আত্মহত্যা করেছে।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।