raising sylhet
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পছন্দের জুতা কিনে না দেয়ায় বাবা-মা, কিশোরীর আত্মহত্যা 

rising sylhet
rising sylhet
এপ্রিল ১২, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী জামাল মেম্বার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই কিশোরীর নাম প্রমি আকতার (১৭)। জামাল মেম্বার বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে। চট্টগ্রামের চন্দনাইশে ঈদের কেনা-কাটার সময় পছন্দের জুতা কিনে না দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ১০ এপ্রিল মা-বাবার সঙ্গে শপিংয়ের গিয়েছিল প্রমি। তখন পছন্দমতো জুতা কিনতে পারেনি সে। এ নিয়ে মা-বাবার ওপর অভিমান ছিল তার। ১১ এপ্রিল তার মাকে নিয়ে বাবা রফিকুল ইসলাম ডাক্তারের কাছে যায়। কিন্তু সে মনে করেছিল, তাকে রেখে মা-বাবা আবারও শপিংয়ে গেছেন এবং তার পছন্দের জুতা কিনে দেবেন না। মা-বাবা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। হয়তো অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

Advertisements

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

৮০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।