raising sylhet
ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কেশব লাল গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৭, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের পর বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

মামলা, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিদ্যালয়ে টিফিনের সময় প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে মঙ্গলবার সকালে ঘটনাটি চাউর হয়।

এরপর এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেন।

Advertisements

এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে মঙ্গলবার সকালে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী মুরইছড়া চা বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

৪০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।