আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা দিবর, ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দিবর ইউনিয়ন শাখার উদ্যোগে ২১ মার্চ (শুক্রবার) বৈকাল ৪ ঘটিকার সময় (বাঁকরইল) হাইস্কুল মাঠে, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবর ইউনিয়ন সভাপতি মো: মহসিন আলী, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও পত্নীতলা- ধামুরহাট ৪৭ নওগাঁ-২ আসনের এমপি পদ প্রার্থী ইন্জিনিয়ার মো: এনামুল হক।
বিশেষ অতিথি: মোঃ হাবিবুর রহমান,
জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পত্নীতলা, নওগাঁ।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পত্নীতলা উপজেলা শাখা,জামায়াতের নায়েবে আমীর মাও: মো: মাজেদুর রহমান পত্নীতলা উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী মাও: মো: হারুনুর রশিদ,আকবরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বাবুল আক্তার, দিবর যুব জামায়াতের সভাপতি রাসেল আলীসহ প্রমুখ।
এসময় উক্ত কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।