সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) কর্মরত নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন এসএমপি’র কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম।
বুধবার (৫ এপ্রিল) এসএমপি’র পুলিশ কমিশনারের কার্যালয়ে এসব র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যগণ হলেন- নায়েক মো. রেজাউল ইসলাম রাজু, নায়েক মিন্টু কুমার সরকার, নায়েক সঞ্জয় সূত্রধর, নায়েক মো. মাহামুদুল হাসান ও নায়েক রোকন।
১০৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।