ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র আরাফাতে সন্তান জন্ম দিয়েছেন এক নারী

rising sylhet
rising sylhet
জুন ৭, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র আরাফাতে সন্তান জন্ম দিয়েছেন এক নারী।

চলতি বছরে হজে গিয়ে সন্তান জন্ম দিলেন তোগোলিজ নারী।

বৃহস্পতিবার (৫ জুন) এই ঘটনা ঘটেছে। যা এই হজ মৌসুমে প্রথম ঘটনা। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ওই নারী ছিলেন ১০০টি দেশের দুই হাজার ৪৪৩ জন হজযাত্রীর মধ্যে একজন, যারা হজ, ওমরাহ ও জিয়ারতের বিশেষ কর্মসূচির আওতায় হজ পালন করছেন। এই কর্মসূচি পরিচালনা করছে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়।

একটি বিশেষায়িত চিকিৎসা দলের তত্ত্বাবধানে জন্মদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা মা ও নবজাতকের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করেছেন।

এবছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে গেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা। যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়।

সূত্র: গাল্ফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।