ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেডের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে সিএমপি’র ইপিজেড থানার নিরাপত্তা সমম্বয় সভা

rising sylhet
rising sylhet
মার্চ ১৫, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিজস্ব হলরুমে আসন্ন ২০২৩ পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে ইপিজেড থানা এলাকার, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও অত্র এলাকার মার্কেটের সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান, এসময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপনের শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন।
নিরাপত্তা সমন্বয় সভাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিগণ, ইপিজেডের বিভিন্ন ব্যাবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপি’র ইপিজেড থানার পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) ইপিজেড থানা মোঃ আব্দুল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুজ্জামান, অপারেশন অফিসার মোঃ আলতাফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা।

১৭৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।