রাইজিংসিলেট- পবিত্র হজে গিয়ে এ-পর্যন্ত বাংলাদেশি ২২ জনের মৃত্যু, সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী।
আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু–সংক্রান্ত হালনাগাদ সংবাদে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশি এই ২২ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ১৪ জন, মদিনায় ৭ ও আরাফাহে আরও একজন মারা গেছেন।
হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সর্বশেষ গতকাল মঙ্গলবার গোলাম মোস্তফা নামে বাংলাদেশি একজন হাজির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। মক্কায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গোলাম মোস্তফা বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।