মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে পাঠানো শুভেচ্ছা কার্ডে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণী মিসেস সেলিনা মোমেনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন আরেকটি শুভেচ্ছা কার্ডে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও তার সহধর্মিণী সেলিনা মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন।
১১৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।