ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পনা চলতি বছরই বাস্তবায়ন করে ফেলতে পারেন সিআরসেভেন

rising sylhet
rising sylhet
এপ্রিল ৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রিস্টিয়ানো রোনালদো অবসরের পর ফুটবল নিয়ে পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন । কোচিংয়ে ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা নেই তার। আসতে চান ক্লাব পরিচালনায়। ওই পরিকল্পনা চলতি বছরই বাস্তবায়ন করে ফেলতে পারেন সিআরসেভেন। তাও আবার নিজের প্রাণের ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী হয়ে।

 

ভ্যালেন্সিয়ার মালিকানা নিতে সৌদি রাজ পরিবারের থেকে রোনালদো আর্থিক সহায়তা পেতে যাচ্ছেন বলেও খবর। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান তথা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড স্প্যানিশ ওই ক্লাব কিনতে অর্থ সহায়তা দেবে এবং ক্লাবের আংশিক মালিকানা নেবে বলেও দাবি করা হয়েছে।

 

স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো দাবি করেছে, লা লিগার এক সময়ের জায়ান্ট ক্লাব ভ্যালেন্সিয়ার মালিকানা নিতে বিড ধরেছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। যদিও ক্লাবটির বর্তমান মালিক পিটার লিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘ভ্যালেন্সিয়া বিক্রির জন্য নয়।

 

ভ্যালেন্সিয়া স্পেনের শতবর্ষী ক্লাব। তারা ছয়টি লা লিগা জিতেছে। যদিও সর্বশেষ লিগ শিরোপা এসেছে ১৯৮৬-৮৭ মৌসুমে। এছাড়া আটটি কোপা দেল রে, দুটি উয়েফা সুপার কাপ ও একটি উয়েফা কাপসহ ৩৫টি শিরোপা আছে ক্লাবটির শোকেসে। গত ২০ বছরে দুটি কোপা দেল রে ছাড়া কোন শিরোপা জিততে পারেনি ভ্যালেন্সিয়া।

সংবাদ মাধ্যম এও জানিয়েছে, ভ্যালেন্সিয়ার মালিকানা নেওয়ার আগে শর্ত যোগ করে দিয়েছেন রোনালদো। ক্লাবটি যদি অবনমন এড়াতে পারে তবেই অর্থ ঢালবেন তিনি। বর্তমানে ভ্যালেন্সিয়া লিগ টেবিলে ১৫তম অবস্থানে আছে। যদিও রেলিগেশন শঙ্কায় থাকা দলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।