পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সুনাম দিন দিন ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। যেখানে সূর্য উদয় ও সূর্য অস্তের অপরূপ দৃশ্য মন করে নেয় লাখো পর্যটকের। এবং এই কুয়াকাটাকে সুন্দর রাখতে কাজ করছেন মেয়র সহ কাউন্সিলরগন তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
তবে অভিযোগ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের উপর। কুয়াকাটা পৌরসভা উদ্যোগে ময়লা রাখার জন্য যে ডাস্টবিন গুলো বসানো হয়েছে রাস্তার পাশে।সেই ডাস্টবিন দেখাশোনার জন্য যাদেরকে রাখা হয়েছে তাদের অবহেলার কারণে ডাস্টবিনের চারপাশ এখন কুকুরের আস্থানায় পরিণত হয়েছে।
আজ (বুধবার),বিকেল ৩টার দিকে সরজমিনে গিয়ে কুয়াকাটার বিভিন্ন রাস্তায় পাশে রাখা ডাস্টবিন গুলো অপরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্য করা যায়।এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তার এক কথায় বলেন, ডাস্টবিন দেয়া হয়েছে নামে মাত্র পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীও রয়েছে অনেক, তবে দীর্ঘদিন ধরে একই স্থানে থাকে ময়লা আবর্জনা দুর্গন্ধে হাঁটার মতো অবস্থাও নেই রাস্তা দিয়ে।
উল্লেখযোগ্য, কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আবাসিক হোটেল সি ভিউ ও হোটেল সাউথ বীচের সামনে ডাস্টবিনের চারপাশ এখন ময়লা আবর্জনায় ভরপুর রয়েছে, দুর্গন্ধে দিশেহারা পর্যটক সহ স্থানীয়রা।
হোটেল সি ভিউর ম্যানেজার সুলাইমান হোসেন জানান, বারবার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীর সাথে যোগাযোগ করি, কিন্তু তারা পরিষ্কার করার কোন পদক্ষেপ নেয় না। এখানে পড়া পর দুইটি আবাসিক হোটেল রয়েছে, প্রতিদিন এই ময়লার জন্য আমাদের কথা শুনতে হয় পর্যটকের কাছ থেকে।
হোটেল সাউথ বীচের ম্যানেজার, তারেক রহমান জানান, রাস্তার পাশে ময়লা আবর্জনা নিয়ে পর্যটকের অভিযোগ শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। শেষে সহ্য করতে না পেরে আমাদের হোটেলের স্টাফ দিয়ে পুড়িয়ে ফেলি।
কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল বেপারী জানান, আমরা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীকে ফোন দিয়েছি এবং বলেছি কুয়াকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। কুয়াকাটা পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মী রাখা হয়েছে তারা কোনো কাজ করছে না এই অভিযোগটি দিতে দিতে আমরা দিশেহারা হইয়া পরছি। আজ সেই স্থান দিয়ে হাঁটার মতো কোনো পরিবেশ নেই। তিনি আরো বলেন, কুয়াকাটা পৌরসভার উদ্যোগে যে পরিচ্ছন্ন কর্মী রাখা হয়েছে তাদের কাজ কি ? তারা কি বসে বসে খাবে ? আর মাস শেষে বেতন নিবে। আমাদের কুয়াকাটা যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে, কোনদিন তো পরিচ্ছন্ন কর্মীদের কাজ আমাদের নজরে পড়েনি।
পরিচ্ছন্ন কর্মীর প্রধান মোঃ ইউসুফের সাথে বারবার যোগাযোগ করলে, আসার কথা বলে দিন পেরিয়ে গেলেও তার কোন দেখা মেলেনি।
স্থানীয়রা বলছেন, অতি দ্রুত পরিচ্ছন্ন কর্মীদের নজরে এনে ডাস্টবিন গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ হয়, তাহলে দ্রুত ডাস্টবিন গুলো সরিয়ে নিতে খপ প্রকাশ করেছেন।