ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবার ও মেয়েকে নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন, স্ত্রীর ভূয়সী প্রশংসা

rising sylhet
rising sylhet
জুলাই ৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- পরিবার ও মেয়েকে নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন, স্ত্রীর ভূয়সী প্রশংসা। বলিউডের জনপ্রিয় তারকা অভিষেক বচ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে মুখ খুলেছেন। স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও একমাত্র মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি অকপটে কথা বলেন।

ইউটিউব চ্যানেল ‘নায়নদীপ রক্ষিত’-এর সঙ্গে আলাপচারিতায় অভিষেক জানান, কাজের ব্যস্ততায় তিনি প্রায়শই সময় দিতে না পারলেও, ঐশ্বরিয়া এককভাবেই মেয়ের সব দায়িত্ব পালন করেন। তিনি বলেন, “ঐশ্বরিয়া একজন অসাধারণ মা। নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে ও আগলে রাখে। মায়েরা সত্যিই পরিবারে এক বিশেষ শক্তি নিয়ে আসেন।”

আরাধ্যার বিষয়ে অভিষেক বলেন, “ওর কোনো মোবাইল নেই, সোশ্যাল মিডিয়া থেকেও ও দূরে। ও খুব সচেতনভাবে, দায়িত্ব নিয়ে বড় হচ্ছে। এতে ঐশ্বরিয়ার অবদান সবচেয়ে বেশি।”

মেয়ের বেড়ে ওঠা প্রসঙ্গে অভিষেক আবেগভরে বলেন, “যখন ও জন্মায়, আমার হাতেই পুরোটা ধরে রাখা যেত। এখন সে তার মায়ের থেকেও লম্বা হয়ে গেছে।”

সম্প্রতি অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির বিচ্ছেদ নিয়ে অনলাইনে গুজব ছড়ালেও, অভিষেক তা সরাসরি উড়িয়ে দেন। বলেন, “কিছু মানুষ না জেনেই নানা কথা বলে, কটু মন্তব্য করে। এসব গুজবে কোনো সত্যতা নেই।”

অভিষেকের মতে, “পরিবারের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা দেওয়া এবং পাশে থাকা—এই সম্পর্কগুলিই জীবনের আসল প্রাপ্তি। দিনের শেষে শান্তি মানে পরিবারের কাছে ফেরা।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।