শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করেছেন ইমন। ইতোমধ্যে ৪৬ বলে অর্ধশতক পূর্ণ করেছেন এই বাঁহাতি ব্যাটার।
ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে আজ শুরুটা ভালো করেই সেটিকে বড় রূপ দিতে পেরেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ইমন ৬৭ রানে সাজঘরে ফিরেন।
আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের একটি আউট সুইং ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগান তামিম। বল সোজা চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে তিনি ১১ বল খেলে ৭ রান করেন।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ ছিলেন। ইনিংসের তৃতীয় ওভারে আউট হয়ে যান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।