
পর্তুগালে ব্যবসায়ী মাহবুবুল হত্যার বিচার দাবি। পর্তুগালে প্রবাসী ব্যবসায়ী মাহবুবুল আলম হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে লিসবনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
মানববন্ধনের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’। বক্তারা মাহবুবুল আলম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ১৩ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মাহবুবুল। তার পরিবারের সামনে এভাবে নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপিও জমা দেন। সেখানে মাহবুবুল হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা পর্তুগালের আইন মেনে চলি, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি, নিয়মিত ট্যাক্স ও সামাজিক অবদান রেখে যাচ্ছি। তাই আমাদের জীবনের নিরাপত্তা পাওয়া ন্যায্য অধিকার।”
তারা আরও বলেন, “এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড শুধু পরিবার নয়, পুরো কমিউনিটির জন্য এক ধরনের মানসিক আঘাত। আমরা চাই, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”