raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ মিনিটেই গোল করে দলকে লিড এনে দিয়েছেন শেখ মোরসালিন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের পাঁচ মিনিটেই গোল করে দলকে লিড এনে দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিন।

ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। অনেকটা সৌভাগ্যপ্রসূত গোলেই দলকে এগিয়ে দেন শেখ মোরসালিন। বক্সের ডান প্রান্ত থেকে করা রাকিবের ক্রস ফিস্ট করে ফিরিয়ে দিতে চেষ্টা করেন ভুটানের গোলরক্ষক শেরিং ধেনদুপ। বল গিয়ে পরে মোরসালিনের পায়ে, সেখান থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই তরুণ তারকা।

১৮ মিনিটে সতীর্থের লং ক্রস গতি দিয়ে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। কিন্তু তার শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বরিয়ে যায়।

এরপর দুই দলের খেলায় গতি কমে যায় আরও। বিরতির আগ পর্যন্ত কোনো দলই তেমন কোনও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

আজ ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দলের ডিফেন্ডার তারিক কাজী ও নেই এবারের দলে।

১৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।