রাইজিংসিলেট- পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের সুপারিশ চাইল শিক্ষা মন্ত্রণালয়। ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল, অসংগতি ও পরিমার্জনের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আইসিটি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে প্রচলিত পাঠ্যপুস্তক পর্যালোচনা করে নির্ধারিত ছক অনুযায়ী সুপারিশ পাঠাতে হবে।
সুপারিশ পাঠানোর সময় নির্দিষ্ট অধ্যায়, পৃষ্ঠা ও লাইনের উল্লেখসহ কী লেখা আছে এবং কীভাবে সংশোধন করা যেতে পারে—তা যুক্তিসহ উপস্থাপন করতে বলা হয়েছে। এছাড়াও, ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী শিখনফল অনুসরণ করে সংশোধনের প্রস্তাব দিতে হবে।
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ক্ষুদ্র জাতিসত্তা বা পেশা–বৈষম্যমূলক উপাদান, কিংবা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতীয় মূল্যবোধবিরোধী কিছু থাকলে তা স্পষ্টভাবে চিহ্নিত করে সংশোধনের সুপারিশ করতে বলা হয়েছে।
তথ্যসূত্র যাচাই করে হালনাগাদ তথ্য এবং বাংলা একাডেমির বানান রীতি অনুসারে সংশোধনের পরামর্শও চাওয়া হয়েছে। পাঠ্যপুস্তকের মূল কাঠামো অপরিবর্তিত রেখে কেবল ভুল সংশোধনের ওপর জোর দেয়া হয়েছে।
শিক্ষকরা ৭ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে সুপারিশ হার্ডকপি ও সফট কপিতে (নিকোশব্যান ফন্টে, সাইজ ১২) ই-মেইল করতে পারবেন: govt.sec2@moedu.gov.bd ঠিকানায়। অতিরিক্ত মতামত থাকলে তা আলাদা কাগজে নাম ও স্বাক্ষরসহ জমা দিতে বলা হয়েছে।